• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পর্দার বাইরে

ডিপজলের কবুতর প্রীতি

বিনোদন ডেস্ক

  ০২ ডিসেম্বর ২০২০, ১৮:১৩
মনোয়ার হোসেন ডিপজল
মনোয়ার হোসেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তিনি একজন শখের খামারি। কেবল শখের বসেই পশু-পাখির খামার গড়ে তুলেছেন এই অভিনেতা।

ডিপজল তার সাভারের রাজফুলবাড়িয়ার হাজার হাজার কবুতর আর পাখি পালন করে থাকেন। খামারে বিভিন্ন দেশের ও জাতের প্রায় ৭ থেকে ৮ হাজার কবুতর। এসবের মধ্যে রয়েছে পাংখি, আর্মি, রাণী, জুটপরি, সাফটিলা, চিলা, খাকি, ন্যাপটাসহ প্রায় ২০ জাতের কবুতর।

এছাড়াও ‘রেসার’ কবুতরও রয়েছে। যা কি-না অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। এর বাইরে টিয়া, কাকাতুয়া, লরী, কাইশাপাখি, সেনেগাল, বাজিগরসহ অনেক প্রজাতির পাখিরও দেখা মেলে।

ডিপজল জানান, ক্লাস থ্রি থেকে কবুতর পালন করেন তিনি। শখ থেকেই তার এই খামার গড়ে তোলা। কোনো ব্যবসায়ীক উদ্দেশ্যে নয়। শখ থেকেই কবুতরের খামার গড়ে তোলা। ৫ লাখ টাকা দামের কবুতর আছে প্রায় ১০০টি। এছাড়াও গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু শখের বসেই পালন করেন।

এছাড়া গরুর খামারও রয়েছে ডিপজলের।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh