• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঐতিহাসিক টেস্ট জয়

উচ্ছ্বাসের ছোঁয়া তারায় তারায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৭, ২০:৫১

শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ে আনন্দের বন্যায় ভাসছে দেশ। স্বাধীনতার মাসে এ যেনো বাংলাদেশিদের অন্যরকম এক পাওয়া। ঐতিহাসিক এ জয়ের উৎসবে শামিল হয়েছেন দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পিছিয়ে ছিলেন না তারকারাও। তাদের মাঝেও ছিল আনন্দের জোয়ার।

আরটিভি অনলাইনের কাছে বেশ ক'জন তারকা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।

শাকিব খান বলেন, 'পুরো খেলা দেখতে পারিনি। তবে মোবাইল ফোনের মাধ্যেম সবসময়ই আপডেট ছিলাম। জয়ে খবর আসার পরই সবাই মিলে উৎসব করেছি।'

মিশা সওদাগর বলেন, 'ক্রিকেট টিম পুরো জাতির মনে উৎসব এনে দিয়েছে। বাংলাদেশের এই জয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি।'

জয়ের পর অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, 'টাইগাররা স্বাধীনতার মাসে যে বিজয় এনে দিলো, এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। এ জয়ে ষোল কোটি বাঙালিকে অভিনন্দন।'

মৌসুমী হামিদ বলেন, 'বাংলাদেশ দারুণ খেলেছে। এই ধারাবাহিকতা বারবার দেখতে চাই। মুশফিকবাহিনীর জন্য রইলো ভালবাসা।'

আনিসুর রহমান মিলন বলেন, 'আমি আরটিভি অনলাইনের মাধ্যমে দেশবাসীকে অভিনন্দন জানাই। স্বাধীনতার মাসে ঐতিহাসিক বিজয় এনে দেয়ার জন্য খেলোয়াড়দের প্রতি অনেক ভালবাসা।'

'সারাদিন খেলা দেখেছি দেখেছি। প্রতীক্ষায় ছিলাম কখন জয় আসবে। শেষের দিকে উইকেট পড়ে যাওয়ায় উত্তেজনায় ছিল। জয়ের পর খুশিতে লাফ দিয়েছিলাম। লাভ ইউ বাংলাদেশ ক্রিকেট টিম।' বললেন নায়িকা বুবলি।

পুরো খেলাটাই দেখেছেন জানিয়ে নায়ক সাইমন বলেন, 'আমি ক্রিকেট ভক্ত। শ্যুটিং’র ফাঁকে ফাঁকেই খেলা দেখিছি। প্রতিমুহূর্তই উত্তেজনায় ছিলাম। জয়ে খুব উল্লসিত হয়েছি। চলচ্চিত্র শিল্পীদের পক্ষ টাইগারদের অভিনন্দন।'

বাপ্পী চৌধুরী বলেন, 'শেষ দিনে বেশ উৎসব উদ্দীপনা নিয়ে দেখেছি। জাতির প্রত্যাশা ছিল বিজয়। কাঙ্খিত জয়ই আমরা পেয়েছি। টাইগারদের জন্য ভালবাসা।'

গায়ক আসিফ আকবর বলেন, 'বাঙালি জাতি ক্রিকেট ভালবাসে। বাংলাদেশের জয়ে ঘরে ঘরে আনন্দের জোয়ার বইছে। জয়ের ধারা অব্যাহত থাকুক।'

আইরিন বলেন, 'এককথায় অসাধারণ খেলেছে মুশফিক বাহিনী। বাংলাদেশের জয় মানেই ঈদের মত আনন্দানুভুতি। স্বাধীনতার মাসে এ জয় সত্যিই গর্বের।'

বিকেলে শততম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। এতে সিরিজ ড্র করে মুশফিক বাহিনী। এদিকে, ম্যাচ সেরার মুকুট পান তামিম ইকবাল আর সিরিজ সেরা হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এইচএম/এসজে/এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh