logo
  • ঢাকা শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ৯ মাঘ ১৪২৭

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২০, ১৩:১০
আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৪:০২

আমার পেছনে শত্রু লেগেই থাকে: হিরো আলম 

হিরো আলম,
হিরো আলম।
সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। শাকিব খান ও অপু বিশ্বাসের মতো পশ্চিমবঙ্গে আলমকেও ষ্টেজ শো করতে দেখা গেছে। সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া প্রযোজনা করেন সাহসী হিরো আলম নামে ছবিটি।

এটি প্রথম সপ্তাহে ৪০ টি সিনেমা হলে মুক্তি পায়। তবে সপ্তাহ না পেরুতেই বেশির ভাগ হল মালিক সিনেমাটি নামিয়ে ফেলেন। দর্শক না হওয়ার কারণ হিসেবে করোনাকেই দুষলেন আলম। তবে প্রযোজনা করে আর্থিক ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি। 

তিনি বলেন, ছবিটি ৪০ টি হলে মুক্তি পায়। করোনা পরিস্থিতি ঠিক হলে আবারও ১০০ টি সিনেমা হলে মুক্তির পরিকল্পনা করছি। আর ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে টাকা তুলে আনতে পারবো।

নতুন ছবি প্রযোজনা করবেন কিনা জানতে চাইলে আলম আরটিভি নিউজকে বলেন, চলতি মাসেই নতুন ছবির শুটিং শুরু করার ইচ্ছে আছে। তবে আমি ঘোষণা দেবো না। শুটিং শুরুর পরে সবাই জানতে পারবেন। কারণ আমার পেছনে শত্রু সব সময় লেগেই থাকে।

তিনি আরও বলেন, এবার দুই নায়কের ছবি বানাবো। প্রথম সারির নায়ক নেয়া হবে। দর্শক গল্পে নতুনত্ব খুঁজে পাবেন।

নিজের আয়ের উৎস নিয়ে আলম বলেন, অনেকেই হিরো আলমের আয়ের উৎস কী জানতে চায়। আমি কীভাবে সিনেমা প্রযোজনা করি এটা জানতে চান। বগুড়ায় আমার ডিস লাইনের (ক্যাবল অপারেটর) ব্যবসা আছে। আর ষ্টেজ শো করি। এছাড়া ইউটিউব থেকে তো কিছু টাকা আসেই। এসব দেয়েই সিনেমা প্রযোজনা করছি।

এদিকে প্রথমবারের মতো গান গেয়েছেন হিরো আলম। বাবু খাইছো শিরোনামে গানটি ব্যাপক সমালোচিত হয়েছে। তবে আগামীতে বগুড়ার আঞ্চলিক ভাষায় আরও গান গাইবেন বলে জানান তিনি।

এম     

RTV Drama
RTVPLUS