logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ৩০ নভেম্বর ২০২০, ১৫:৩২
আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৬:৫৯

শ্রাবন্তীর সিঁদুর পরা নিয়েই কী স্বামীর আপত্তি?

শ্রাবন্তী চ্যাটার্জী,
শ্রাবন্তী-রোশান।
কলকাতার বাংলা ছবির জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীর তৃতীয় সংসারেও ভাঙনের সুর লেগেছে।মিডিয়ার বেশ কিছুদিন ধরে ভাসছে রাজীব, কৃষাণের পর রোশানের সঙ্গেও বিবাহবিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা। বেশ কয়েকবার খবরে এসেছে আর এক ছাদের নীচে থাকছেন না তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, রোশান সিং ইনস্টাগ্রামে আত্মজা বন্দ্যোপাধ্যায়ের একটি উদ্ধৃতি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, “একটা বিয়ে বিশ্বাসের উপর নির্ভর করে টিকে থাকে। সিঁদুর সেটার গুরুত্ব প্রমাণে খুবই দুর্বল চিহ্ন।”

আর ওই পোস্টের ক্যাপশনে রোশান লেখেন, “আমি এই কথায় সহমত। ব্যক্তিগতভাবে সেই সমস্ত মহিলাকে ঘৃণা করি যাদের বর্তমান অথবা সাবেক স্বামী পছন্দ না করলেও তা ব্যবহার করে থাকেন।”

এদিকে শ্রাবন্তীর ইনস্টাগ্রামে দেখা যায় রোশানের আগে শ্রাবন্তীও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে শ্রাবন্তীকে সিঁদুর পরেই দেখা যায়। নায়িকা এখন একটি রিয়ালিটি শোতে উপস্থাপিকার ভূমিকায় রয়েছেন।  অনুষ্ঠানে সিঁদুর পরেই দেখা যায় তাকে।

তাইতো অনেকেই বলাবলি করছেন, শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই হয়তো রোশানের এই পোস্ট।

এম

RTV Drama
RTVPLUS