ছোট পর্দার এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। একের পর এক ধারাবাহিক ও খণ্ড নাটকে কাজ করছেন তিনি। এবার ‘প্রিয়জন’ নামে আরও একটি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করেছেন নাদিয়া। নাটকটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা শামিম জামান।
এ ব্যাপারে নাদিয়া বলেন, এই ধারাবাহিক নাটকটির গল্প দারুণ। শামিম ভাই অভিনয়ের বাইরে ভালো নির্মাণ করেন। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।
এর বাইরে রওনক হাসানের ‘বিবাহ হবে’ শিরোনামের একটি ধারাবাহিকের কাজ করছেন নাদিয়া। সম্প্রতি বিজয় দিবসের জন্য ‘৫০ বছরের বাড়ি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। ফরিদুর রেজা সাগরের গল্পে এটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

আর দিন কয়েক আগে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে জুটি বেঁধে একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।
এম