logo
  • ঢাকা রোববার, ২৪ জানুয়ারি ২০২১, ১০ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২০, ১৫:০৮
আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৫:১১

চমক দেখাবেন প্রভাস ও কৃতি

Prabhas, Kriti Sanon
প্রভাস ও কৃতী স্যানন
এবার চমক নিয়ে হাজির হচ্ছেন ‘বাহুবলী’তারকা প্রভাস। আর তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কৃতী স্যানন। সীতার চরিত্রে অভিনয় করবেন কৃতী।

শোনা যাচ্ছে, কৃতীর নতুন ছবির তালিকায় আছে ‘আদিপুরুষ’।  কথাবার্তা পাকা শুধু অফিশিয়াল ঘোষণা সময়ের অপেক্ষা।

আগস্ট মাসের ১৮ তারিখ ‘আদিপুরুষ’-র কথা ঘোষণা করেছিলেন প্রভাস। পরে জানা গিয়েছিল, রামের চরিত্রে অভিনয় করবেন তিনি। এরপর ছবির সঙ্গে যুক্ত হন সাইফ আলী খান। সাইফ অভিনয় করবেন রাবণের ভূমিকায়।

২০২২ সালের ১১ আগস্ট ‘আদিপুরুষ’ ছবির মুক্তির দিন ঠিক করা হয়েছে। ছবিটি পরিচালনা করছেন ওম রাউত। পরিচালক আগেই জানিয়েছিলেন, অশুভের ওপর শুভ শক্তির বিজয়ের গাথা পর্দায় তুলে ধরতে চান তিনি। 

জানা গেছে, ছবিতে উন্নত মানের VFX প্রযুক্তি ব্যবহার করা হবে। সীতার চরিত্রে এর আগে অনেকের নাম শোনা গিয়েছিল। দক্ষিণী অভিনেত্রী আনুষ্কা শেঠি, কীর্তি সুরেশ থেকে বলিউডের আনুষ্কা শর্মার নাম এর আগে প্রকাশ্যে এসেছে। তবে কৃতী স্যাননকেই পরিচালক ও প্রযোজকদের পছন্দ হয়েছে। 

জিএ

RTV Drama
RTVPLUS