Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১২ জুন ২০২১, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮

আরটিভি নিউজ

  ২৭ নভেম্বর ২০২০, ০৮:২৭
আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৬:৫৭

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের মারা গেছেন

ছবিতে আলী যাকের।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, তার শেষ শ্রদ্ধানুষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার করোনা পজেটিভ হয়েছিল। ফলে স্বাস্থ্যবিধি মেনে কোনো আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়টি এখনো নিশ্চিত না।

গেলো চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন আলী যাকের। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। গেলো ১৫ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ছোট পর্দায় ও মঞ্চে সমানভাবে জনপ্রিয় ছিলেন এই অভিনেতা। ১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে তার জন্ম।

শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আলী যাকের রেখে গেছেন স্ত্রী নাট্যজন সারা যাকের, ছেলে নাট্যাভিনেতা ইরেশ যাকের, মেয়ে রেডিও উপস্থাপক শ্রিয়া সর্বজায়াসহ অসংখ্যক ভক্ত-অনুরাগীকে।

এম

RTV Drama
RTVPLUS