• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘ইতি, তোমারই ঢাকা’

বিনোদন ডেস্ক

  ২৬ নভেম্বর ২০২০, ১৯:১২
ইতি, তোমারই ঢাকা।

আসছে ৯৩তম অ্যাকাডেমি পুরস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অস্কার বাংলাদেশ কমিটি চূড়ান্ত করে। এবার অস্কারের দৌড়ে অংশ নিতে এই ছবির সঙ্গে আরও জমা পড়ে খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’।

‘ইতি, তোমারই ঢাকা’ নির্মিত হয়েছে ১১ জন নির্মাতার ১১টি গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন অন্তত অর্ধশত শিল্পী। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

‘ইতি, তোমারই ঢাকা’র ১১ নির্মাতা হলেন- গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৯ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
১৮ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh