• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভালো পরিবারের মেয়েরা সিনেমা করতে পারে না!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মার্চ ২০১৭, ১৩:৩৪

অভিনেত্রী ও সমাজকর্মী দিয়া মির্জা মনে করেন, সব পেশাই ছকের মধ্যে বিরাজমান এমনকি বলিউডও।

তিনি বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন মানুষের মধ্যে একটা ধারণা ছিল; ভালো ব্যাকগ্রাউন্ডের মেয়েরা সিনেমায় কাজ করতে পারে না। মানুষ অভিনেত্রীদের ভালোবাসে। কিন্তু যখন তাদের পরিবারের কেউ অভিনয় পেশায় আসতে চান তখন তারা ভীত হন। তাদের ধারণা, অভিনয় ভালো কোনো ক্যারিয়ার হতে পারে না।

পাওয়ার উইম্যান শীর্ষক সেমিনারে এসব কথা বলেন 'রেহেনা হে তেরি দিল মে' খ্যাত নায়িকা।

দিয়া মির্জা বলেন, এমনকি উচ্চ শিক্ষিত নারীদের মাঝেও এক ধরনের ভ্রান্ত ধারণা বিদ্যমান আছে। তারা মনে করেন, অভিনয় করলে ভালো স্বামী পাওয়া যাবে না। কারণ ছেলেরা মনে করেন, যারা অভিনয় করেন; তারা ভালোভাবে পরিবার সামলাতে পারবেন না।

আমাদের মানসিকতাই আসলে এমন হয়ে গেছে। অবশ্যই এ বিষয় নিয়ে কথা বলা দরকার। যোগ করেন সাহিল সাংহার ঘরণী।

অর্থনৈতিক সক্ষমতাই সব সমস্যার একমাত্র সমাধান বলে মনে করেন এ গ্লামার গার্ল। যেসব নারীরা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ তারা খুব সহজেই সব পরিস্থিতি সামলে নিতে পারেন বলে মনে করেন দিয়া।

টাইমস অব ইন্ডিয়া অনুসরনে

এইচএম/এফএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh