• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের চুম্বনের ঘটনায় মামলা

বিনোদন ডেস্ক

  ২৩ নভেম্বর ২০২০, ১৪:১২
a suitable boy ,
সেই দৃশ্য।

শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়াল। নেটফ্লিক্সে ‘অ্যা সুইটেবল বয়’ সিরিজে মন্দিরের ভেতর তিনটি চুম্বনের দৃশ্য দেখানো হয়। হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের চুম্বন নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

এবার আপত্তির ওই দৃশ্যের জন্য নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি নেতা গৌরব তিওয়ারি। ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক গৌরব টুইটে লিখেছেন, নেটফ্লিক্সে ‘অ্যা সুইটেবল বয়’ সিরিজে তিনটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। তার মধ্যে একটি পর্বে, মন্দিরের ভেতর তিনটি চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে।

তিনি প্রশ্ন তুলেছেন, হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রেমের গল্পে সব চুম্বন দৃশ্যই কেন মন্দির প্রাঙ্গনের ভেতর দেখানো হয়েছে।

ওই নেতা জানান, মধ্যপ্রদেশের রেওয়ায় এফআইআর দায়ের করেন। গৌরব আরও জানান, চুম্বন দৃশ্যের বিরোধিতা তিনি করছেন না। কিন্তু মন্দিরে আরতি চলাকালীন সেই দৃশ্যগুলো শুট করা নিয়ে আপত্তি তার।

বিক্রম শেঠের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এতে টাবু, ইশান খাট্টার, তানিয়া মানিকতলা, রসিকা দুগলের মতো অভিনেতারা অভিনয় করেছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh