logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

খেলোয়াড় তাপসী

taapsee pannu,
তাপসী পান্নু।

দৌড়, হাই জাম্প, লং জাম্প, কোনও কিছুই বাকি রাখছেন না ভারতীয় অভিনেত্রী তাপসী পান্নু। ‘রশ্মী রকেট’ ছবির প্রস্তুতি নিতেই এসব করছেন তিনি। কারণ ছবিতে একজন গুজরাতি খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তাকে।

এবার অনুশীলন চলাকালীন কীভাবে পরিশ্রম করতে হচ্ছে তাপসীকে বেশকিছু ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

চলতি বছর দিওয়ালিতেও ছুটি কাটাননি তিনি। এ সময় রশ্মী রকেট ছবির কাজ করেছেন। মেয়ে বাড়ি না থাকায় দিওয়ালিতে তার সঙ্গে দেখা করতে রশ্মী রকেটের শুটিং ফ্লোরে গিয়েছিলেন তাপসীর মা ও বোন।

বলে রাখা ভালো রশ্মী রকেটের পর আরও একটি স্পোর্টস ড্রামাতে দেখা যাবে তাপসীকে।

ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’র কাজ শুরু করবেন। অভিনেত্রীর ভাষ্য কথায়, যেহেতু তিনি কড়া অনুশীলনের মধ্যে রয়েছেন, তাই রশ্মী রকেটের পরই ‘শাবাশ মিঠু’র কাজ শুরু করতে চান।

এম

RTV Drama
RTVPLUS