Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১৪ জুন ২০২১, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮

বিনোদন ডেস্ক

  ২২ নভেম্বর ২০২০, ১৭:৪২
আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৭:৪৯

অনুরাগীদের যে অনুরোধ করলেন জায়রা

Zaira Wasim,
জায়রা ওয়াসিম।

বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম ধর্মীয় কারণে আগেই অভিনয়কে বিদায় জানিয়েছেন। এবার ফ্যানপেজ থেকে ভক্তদের তার সব ছবি মুছে ফেলার অনুরোধ করলেন।

নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এতো ভালোবাসার জন্য। আমার ভালোবাসা এবং শক্তির উৎস আপনারা। সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার প্রতি এই ভালোবাসা দেখেই আজ একটা অনুরোধ করব আপনাদের। দয়া করে আমার সব ছবি আপনারা নিজেদের অ্যাকাউন্ট এবং আমার সব ফ্যান পেজ থেকে মুছে ফেলুন।

জায়রা লিখেছেন, আমার ছবি ইন্টারনেট থেকে সরানো প্রায় অসম্ভব। তবে আপনাদের কাছে আমার ছবি শেয়ার না করার অনুরোধ করতে পারি। এবারও আপনাদের থেকে সাহায্য পাবো আশা করছি। যেমন আরও অন্যান্য বার পেয়েছি।

২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে আমির খানের কন্যার ভূমিকায় তার অভিনয় দর্শক দারুণ গ্রহণ করে। সবশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা যায় তাকে। সেটি ২০১৯ সালে।

এম

RTV Drama
RTVPLUS