Mir cement
logo
  • ঢাকা সোমবার, ১০ মে ২০২১, ২৭ বৈশাখ ১৪২৮

প্রযোজকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ নায়িকার

Mandana Karimi,
মান্দানা করিমি।

মান্দানা করিমি। এই বলিউড অভিনেত্রী তার কোলা কোলা ছবির প্রযোজকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন।

সম্প্রতি প্রযোজক মহেন্দ্র ধারিওয়াল তার সঙ্গে বাজে ব্যবহার ও অশ্লীল আচরণ করেছেন এমনটাই জানিয়েছেন মান্দানা।

অভিনেত্রীর ভাষ্য, করোনা পরিস্থিতির আগেই ছবিটির শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি বাকি অংশের কাজ শুরু হয়। এ ছবির জন্য আমি বাড়তি শিডিউল দিয়েছি পরিচালক ও প্রযোজককে। যেন তারা ক্ষতির মুখে না পড়েন। কিন্তু প্রযোজক চাচ্ছেন আমি গভীর রাত অবধি কাজ করি। কিন্তু সেটা করতে চাইনি বলেই মেকাপ ভ্যানে গিয়ে তিনি আমাকে গালিগালাজ করেন। এমনকি অশ্লীল আচরনও করেন।

মান্দানার অভিযোগ, এটা আমার কাছে ছিলো অপ্রত্যাশিত।

প্রযোজকের অবশ্য ভিন্ন কথা। তিনি বলেন, তাকে ৭ লাখ রুপিতে চুক্তি বদ্ধ করা হয়। কিন্তু পরবর্তীতে শুটিং-এর জন্য শিডিউল চাইতে গেলে সে একের পর এক ব্যস্ততা দেখাতে থাকে। এক পর্যায়ে প্রতি দিন শুটিংয়ের জন্য দুই লাখ টাকা করে দাবি করেন। আমি সেটি দিতে রাজী হই। কিন্তু তবুও সে শুটিং ছেড়ে মাঝে মাঝে চলে যায়।

সূত্র- হিন্দুস্তান টাইমস।

এম

RTV Drama
RTVPLUS