• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

১০ বছর বয়সে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন নেহা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৯:০০
Neha Vasin
নেহা ভাসিন

টাইগার জিন্দা হ্যায় বলিউড ছবির গান 'দিল দিয়া গাল্লা' গেয়ে জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী নেহা ভাসিন। তবে সম্প্রতি শ্লীলতাহানি নিয়ে মুখ খুলে আলোচনায় তিনি। নেহা জানান মাত্র ১০ বছরেই শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১০ বছর বয়সে আমি হরিদ্বার বেড়াতে গিয়েছিলাম। যেদিন ঘটনাটি ঘটে, সেদিন আমার থেকে একটু দূরেই ছিলেন মা। হঠাৎ একজন এসে আমার সঙ্গে অভব্য আচরণ করলেন। আমি রীতিমতো ভয় পেয়ে যাই। দৌড়ে পালাই। এর কিছু বছর পরে এক হলের মধ্যে একজন লোক আমার শরীরে হাত দিয়েছিল। এই ঘটনাগুলো আজও আমার স্পষ্ট মনে আছে। আমার সঙ্গে এমন হওয়ার পর আমি ভাবতে শুরু করেছিলাম হয়তো এটা আমার দোষ। এখন দেখি শ্লীলতাহানি নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন। কত ধরনের অসভ্যতা যে হয়, সেটি এখন দেখি। মানসিক, শারীরিক, আবেগপূর্ণ বা আধ্যাত্মিকার মিশেলে নানান অসভ্যতা দেখতে পাই- আমার মতে এগুলো মুখহীন সন্ত্রাস।

সাইবার বুলিং নিয়েও অভিজ্ঞতার কথা শেয়ার করেন নেহা। এক ব্যান্ড সদস্য তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন বলেও জানিয়েছেন।

সূত্র- এবিপি আনন্দ

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ষবরণে শ্লীলতাহানি : ৯ বছরেও শেষ হয়নি বিচার
চাঁদরাতে ফের অমির সঙ্গী হয়ে আসছেন আঁচল
সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের ৯১তম জন্মদিন আজ
বই বিক্রি করে মসজিদ নির্মাণে টাকা দিলেন সংগীতশিল্পী তাশরিফ
X
Fresh