• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কারাগারে শুরু হচ্ছে নাটক

আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২০, ১৫:৫৬
drama, starting, jail
কারাগারে মঞ্চনাটক

সারাদেশের কারাবন্দিদের নিয়ে ভিন্ন আঙ্গিকে মঞ্চনাটক হতে যাচ্ছে। আর এই মঞ্চনাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। কারাগারে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এতে কারাবন্দিদের মনস্তত্বে ইতিবাচক উন্নয়ন ও আত্মসংশোধন প্রণালীরূপে কারানাট্য পরিবেশিত হবে।

জানা গেছে, দেশের ৬৮টি কারাগারে কারাবন্দিদের বিনোদন, তাদের জীবনের গতিপথ ও কারাগার থেকে মুক্তির পরবর্তী জীবন কিভাবে পরিচালিত হবে সেগুলো বিষয় নিয়েই মঞ্চনাটক হবে। একজন মানুষের গতিপথ ও তার অপরাধ জীবন থেকে শিক্ষা পাওয়ার ঘটনাগুলো উঠে আসবে। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দেশের ৬৮টি কারাগারে কারাবন্দিদের অংশগ্রহণে মুনির চৌধুরীর ‘কবর’ নাটক মঞ্চস্থ হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তর এই সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গবেষণা পরিচালনার জন্য অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন ইসরাফিল শাহীন।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নির্দেশক ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী গবেষণার অংশ হিসেবে কারাবন্দিদের মনস্তত্বে ইতিবাচক উন্নয়ন ও আত্মসংশোধন প্রণালী রূপে কারানাট্য এবং কারাগারে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অথবা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা প্রকল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এর আগে নভেম্বরে শেষ সপ্তাহে এই প্রকল্পের কাজ কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শুরু হবে।

সাংস্কৃতির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে বিভিন্ন দৃশ্য কারাবন্দিদের মধ্যে পরিবেশন করা হবে। জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নৃশংস হত্যাকাণ্ড কারাবন্দিদের দ্বারা অভিনীত এবং পরিবেশন করা হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
জলকেলির মধ্য দিয়ে কুয়াকাটায় সাংগ্রাইন উৎসব শুরু
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী কারাগারে 
X
Fresh