logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ১৮ নভেম্বর ২০২০, ১৯:৩৫
আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৯:৪৪

বিব্রত তিশা

Tasnuva Tisha,
তাসনুভা তিশা।
চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ছোট পর্দায় একের পর নাটক কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি গণমাধ্যমে তার বিয়ে নিয়ে খবর প্রকাশিত হয়। সেখানে তিশার ভাষ্য দিয়ে বলা হয়, ‘বিয়ে করব এটা নিয়ে তো লুকানোর কিছু নেই। বিয়ে তো একটা সময় করতেই হবে। সেটা এই মুহূর্তে না। বিয়ের জন্য একটু সময় নিতে চাই। আগে বিয়ে করে যে পরিমাণ কষ্ট পেয়েছি, এখন আর সাহস পাই না। তাছাড়া বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছি না।’

বিষয়টি নিয়ে তাসনুভা তিশা ফেসবুকে লিখেছেন, ‘বিয়ে নিয়ে চিন্তা ভাবনার আসে পাশেও আমি নাই। প্রকাশিত সংবাদে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমাকে বার্তা পাঠানো বন্ধ করুন।’

বিষয়টি নিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি আমি। জীবনেও বিয়ে করব না আমি। এখন বিয়ে-সন্তান নিয়ে আসলে পাবলিকলি কিছু জানাতে চাই না আমি। কারণ, মানুষের কমেন্টসগুলোর কারণে নেতিবাচক প্রভাব পড়ে পরিবারে। তাছাড়া আমার বাচ্চারাও এখন বড় হচ্ছে। আমার ক্লোজ ফ্রেন্ড বা মিডিয়ার পরিচিত যারা আছেন তারা সবাই আমার এ ব্যাপারটা জানেন। নিউজ করে এখন আর জানানোর কিছু নেই।’

উল্লেখ্য, তাসনুভা তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। সেটি ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বরে।  পরবর্তীতে সেই বিয়ের খবর প্রকাশ করেন ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি। বনিবনা না হওয়ায় ২০১৮ সালের ২১ মে বিচ্ছেদ হয় এই দম্পতির।

এম

RTVPLUS