logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ১৬:৪৯
আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৮:২৯

সন্তানকে স্তন্যপানের ভিডিও পোস্ট করলেন শুভশ্রী

Subhashree Ganguly
শুভশ্রী গাঙ্গুলি
সম্প্রতি মা হয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। রাজ এবং শুভশ্রীর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সন্তানের জন্মের পর মায়ের ওজন অনেকটা বেড়ে যায়! তা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার একটি ভিডিও শেয়ার করেই যেন সমালোচকদের জবাব দিলেন তিনি।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী তার সন্তানকে স্তন্যপান করাতে করাতে র‍্যাম্প ওয়াক করছেন। অর্থাৎ মা হওয়ার পরেও সন্তানকে স্তন্যপান করাতে করাতে নিজের কাজ করতে কোনও অসুবিধাই হচ্ছে না মায়ের। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করলেও শুভশ্রী এ নিয়ে একটি শব্দও খরচ করেননি। কিছু না লিখেই যেন বুঝিয়ে দিয়েছেন, নীরবতা প্রতিবাদ।

শুভশ্রী এখন সন্তান নিয়ে বেশ ব্যস্ত। তার প্রতিটা মুহূর্ত জড়িয়ে আছে সন্তান ইউভানের সঙ্গে। সন্তানের জন্মের পর থেকে ছেলেকে বাদ দিয়ে শুভশ্রী বা রাজের কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় আর সেভাবে দেখাও যায় না। সম্প্রতি পূজার সময়ও ইউভানকে নিয়ে নানা মুহূর্তের ছবি-ভিডিয়ো শেয়ার করেছিলেন রাজ ও শুভশ্রী, দুজনেই।

সূত্র- এই সময় 

জিএ 
 

RTV Drama
RTVPLUS