• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লিয়াকত আলী লাকী করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ১০:৪৭
Liaquat Ali Lucky
লিয়াকত আলী লাকী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, লিয়াকত আলী লাকী সোমবার (১৬ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠক ছিল। তার আগে করোনা ভাইরাস টেস্ট করাতে গিয়ে ফলাফল পজিটিভ আসে।

লিয়াকত আলী লাকীর পারিবারিক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার তেমন উপসর্গ নেই। পরীক্ষার ফল পাওয়ার পর তিনি আইসোলেশনে আছেন।

২০১১ সালের এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী লাকী। গত এপ্রিলে এই পদে পঞ্চম দফায় নিয়োগ পান তিনি। বাংলাদেশের নাট্যকর্মীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও শিশুদের সংগঠন পিপলস থিয়েটারের সভাপতি তিনি। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক পান লিয়াকত আলী লাকী।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
কেএনএফকে নির্মূল করা হবে : বিজিবি মহাপরিচালক
ডেমরায় ভলভো বাসে আগুনের ঘটনা রহস্যজনক : ফায়ার সার্ভিসের ডিজি
রামগড় আইসিপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
X
Fresh