logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২০, ১১:১৩
আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১২:২৭

রাফাত-প্রতীক-মৌসুমীর কণ্ঠে ‘ফরচুন বরিশাল’র  থিম সং

ছবিতে রাফাত-আয়েশা-প্রতীক।
আগামী ২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ‘ফরচুন বরিশাল’ দলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম শ্রোতাপ্রিয় তিন কণ্ঠশিল্পী। তারা হলেন-গায়ক ও সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত, প্রতীক হাসান ও ‘পাওয়ার ভয়েস’ খ্যাত আয়েশা মৌসুমী। 

সুদীপ কুমার দ্বীপের লেখা ‘মুই বরিশাইল্লা’ শিরোনামের গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী শাহারিয়ার রাফাত নিজেই।

এ প্রসঙ্গে শাহারিয়ার রাফাত বলেন, ‘ফরচুন বরিশাল’ দলের থিম সংটি খুব সুন্দর একটা গান হয়েছে। গানটি আমার সুর-সঙ্গীতে আমার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও আয়েশা মৌসুমী। আর গানটির শুরু অংশে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পাশাপাশি গানটির পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। সবাই মিলে খুব মজা করে গানটি গেয়েছি আমরা। ক্রিকেট নিয়ে এমন সুন্দর একটি গান গেয়ে নিজের মধ্যে খুব ভালোলাগা কাজ করছে।‘ফরচুন বরিশাল’ দলের জন্য আমাদের টিমের পক্ষ থেকে শুভ কামনা।

এম
 

RTVPLUS