• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অস্কারের জন্য মাজিদির ‘দ্যা সান’ চূড়ান্ত করল ইরান

বিনোদন ডেস্ক

  ১৫ নভেম্বর ২০২০, ১১:৫৮
দ্যা সান ছবির একটি দৃশ্য।

খ্যাতিমান চিত্রপরিচালক, প্রযোজক, অভিনেতা এবং চিত্রনাট্যকার মাজিদ মাজিদি। ইরানের এই নির্মাতা সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে তার পরিচালিত চিলড্রেন অব হেভেন-এর জন্য সু-পরিচিত। মাজিদির ছবিটি অস্কার মনোনয়ন পায়। শিশুতোষ চলচ্চিত্রটি জয় করেছিল লাখো মানুষের ভালবাসা।

আসছে ২০২১ অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে ইরানের হয়ে প্রতিনিধিত্ব করবে মাজিদির ‘দ্যা সান’ চলচ্চিত্র। বিষয়টি জানিয়েছেন অস্কারের জন্য ইরানের সিনেমা বাছাই কমিটির মুখপাত্র রাইদ ফরিদজাদেহ।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে ১২টি ছবির সংক্ষিপ্ত তালিকা করা হয়। এসব চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই কমিটি ‘দ্যা সান’কে এ বছর ইরান থেকে অস্কারে পাঠানোর জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন। এমনটাই জানান রাইদ ফরিদজাদেহ।

‘দ্যা সান’ ছবির গল্পে ১২ বছর বয়সী বারক আলি ও তার তিন বন্ধুর গল্প তুলে ধরা হয়েছে। বেঁচে থাকার লড়াইয়ে ও পরিবারের সহায়তায় তারা একত্রে কঠোর পরিশ্রম করে। সবাই মিলে একটি গ্যারেজে ছোটখাটো একটা কাজ নেয়। দ্রুত টাকা আয় করতে গিয়ে ছোট অপারাধে জড়িয়ে পড়ে তারা।

মাজিদির এই ছবিটি ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে অ্যাওয়ার্ড পায়।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরমুজের সঙ্গে বা পরে খাবেন না যে খাবারগুলো
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসানসহ নিহত ২
X
Fresh