• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক

  ১৩ নভেম্বর ২০২০, ২৩:১৯
Soumitra Chatterjee,
সৌমিত্র চট্টোপাধ্যায়।

ওপার বাংলার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

বেলভিউ হাসপাতালে এক মাসের বেশি সময় ধরে ভর্তি রয়েছেন তিনি। এদিকে শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তার মস্তিস্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তজমাট হয়েছে কিনা, তা জানতে এদিন অভিনেতার সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিৎসকেরা।

তার হৃদযন্ত্রও ঠিক মতো কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গেছে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনার মাত্রাও। এর আগে কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালেসিস করতে হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) কিডনির সমস্যা আরও বেড়েছে বলে জানা যায়। হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্রের প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তার রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। এদিন নতুন করে পরিস্থিতির অবনতি হয়।

এর আগে গেলো বুধবার শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছিল তার। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই বেলা ১২টা নাগাদ প্রথমবারের জন্য তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়।

আর এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিকভাবে রক্তক্ষরণ হয়নি তার। অবশ্য যকৃৎ কাজ করছে। সৌমিত্রের স্নায়ুর সমস্যা কাটাতে পরামর্শ নেয়া হচ্ছে নিউরোলজি বোর্ডেরও। একথা জানান তার চিকিৎসকরা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh