logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

নেহার বিয়ে শেষ, সাবেক প্রেমিক কেন ক্ষমা চাচ্ছেন?

Neha Kakkar, Himanshu Kohli
নেহার কাক্কর ও হিমাংশ কোহলি
গত ২৪ অক্টোবর দিল্লির গুরুদুয়ারায় বিয়ের পিঁড়িতে বসেন ভারতীয় সঙ্গীতশিল্পী নেহা কাক্কর। দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে মালাবদল করেন তিনি। বেশ ভালো চলছে তাদের সংসার জীবন। তবে নতুন এক ভিডিও প্রশ্ন তুলেছে ভক্তদের মনে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে। নেহা কাক্করের কাছে ক্ষমা চাচ্ছেন হিমাংশ কোহলি! তিনি নেহার সাবেক প্রেমিক। 

হিমাংশ কোহলির সঙ্গে নেহা কক্করের ওই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন হিমাংশ। তিনি বলেন, কেন এই ধরনের মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এই ধরনের খবরে কার লাভ হচ্ছে বলেও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের মিথ্যে খবর না ছড়ানো হয়, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে বলেও মত প্রকাশ করেন হিমাংশ।

উল্লেখ্য, ২০১৮ সালে হিমাংশ কোহলির সঙ্গে নেহা কাক্করের বিচ্ছেদ হয়। হিমাংশের সঙ্গে বিচ্ছেদর পর কান্নায় ভেঙে পড়েন নেহা। একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে আদিত্যর সঙ্গে নেহা সম্পর্কে জড়ান বলেও শোনা যায়। যদিও পরে জানা যায়, সংশ্লিষ্ট ওই রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তার জন্যই নেহার সঙ্গে আদিত্যর সম্পর্কের গুঞ্জন নিয়ে জল্পনা শুরু হয়।

সূত্র- জিনিউজ 
জিএ

RTVPLUS