logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন  ডেস্ক, আরটিভি

  ০৮ নভেম্বর ২০২০, ১৪:৪৭
আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৪:৫২

শ্রাবন্তীর নতুন ইনিংস শুরু, ভিডিওতে যা বললেন তিনি

Sravanti Chatterjee
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সঙ্গে তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্ক নাকি তলানিতে। এমনই এক গুঞ্জন গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। তাদের বিয়ে নাকি ভাঙার মুখে। শ্রাবন্তীর স্বামী রোশন সিং সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি ও শ্রাবন্তী পুজার সময় থেকে আলাদা থাকছেন।  

এরইমধ্যে শ্রাবন্তীর ছেলের একটি ভিডিও দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শ্রাবন্তীর ছেলে অভিমন্যু নিজের ও মায়ের ছবি পোস্ট করে জানিয়েছিলেন, কিছু একটা বড় আসতে চলেছে। 

এরপরে নেটিজেনরা সেখানে প্রশ্ন শুরু করেছিলেন তার মা শ্রাবন্তী কি এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। কিন্তু এবার শ্রাবন্তী বিষয়টি খোলসা করলেন। জানালেন তার নতুন ইনিংসের কথা। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া জানিয়ে দিলেন, রোববার তার জীবনের বড় বদলের দিন। 
শ্রাবন্তীর নতুন ইনিংসে স্বাগত জানিয়েছেন তার বন্ধু নুসরাত জাহান। তিনি শ্রাবন্তীর সাফল্য কামনা করেছেন। 

নতুন খবর হলো- শ্রাবন্তী একটি জিমের প্রতিষ্ঠান খুলেছেন। তার তৃতীয় স্বামীর রোশনের উৎসাহেই এই জিমের কাজ শুরু। দুজনেরই স্বপ্নের প্রজেক্ট ছিল এটা। কিন্তু হঠাৎই দুজনের দুটি পথ দু দিকে বেঁকে যাওয়ায় আজ শ্রাবন্তীর ভিডিওতে কোথাও রোশনের কথা বলেননি। 

জিএ

RTVPLUS