logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৩ নভেম্বর ২০২০, ১৭:৪৩
আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৭:৫১

কিয়ারার সিদ্ধান্ত  

Kiara Advani,
কিয়ারা আডভানী।
বলিউডের এ প্রজন্মের অন্যতম আলোচিত নায়িকা কিয়ারা আডভানী। কবির সিং ছবিতে অভিনয়ের পর থেকেই দর্শক মনে তাকে নিয়ে কৌতূহল তুঙ্গে।

সম্প্রতি শোনা যায়, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমে মজেছেন কিয়ারা! সেই গুঞ্জনে ঘৃতাহুতি দেয় আরমান জৈনের বিয়ের আসর। সেখানে সিদ্ধার্থ -কিয়ারাকে খুব কাছাকাছি দেখা গেছে।একসঙ্গে একান্ত মুহূর্ত কাটাতে দেখা যায় তাদের।

বিষয়টি নিয়ে জোর গুঞ্জন হলেও এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে লক্ষ্মীর প্রমোশনে হাজির হন কিয়ারা। তারপর একটি শোয়ে হাজির বিয়ের বিষয়ে তার সিদ্ধান্তের কথা জানান।

কিয়ারা জানালেন, বিয়ের পরই একমাত্র তিনি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলবেন। তার আগে নয়।

এ কথা শুনে অক্ষয় কুমার বলেন, ‘সিদ্ধান্তওয়ালি লড়কি’। কিয়ারা সম্পর্কে অক্ষয়ের তকমা শুনে হেসে ফেলেন সবাই।

এর আগে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা। তবে সে সম্পর্ক টিকেনি। এবার কিয়ারার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়ালেন তিনি।

এম

RTVPLUS