logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০২ নভেম্বর ২০২০, ১৫:২২
আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৫:৩০

এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো: সাবিলা নূর

Sabila Nur,
সাবিলা নূর।
এই ফেসবুক পেজে অনেক সাংঘর্ষিক বিষয় পোস্ট করা হচ্ছে। শুধু তাই না আমার ব্যক্তিগত ও পারিবারিক ছবিও ব্যবহার করা হচ্ছে। এই পেজ আমার না অথচ আমার নাম ব্যবহার করে সাধারণের আবেগকে ব্যবহার করা হচ্ছে। নিশ্চয় বাণিজ্যিক বা অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে। আমি শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

কথাগুলো বলছিলেন এ সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সাবিলা নূর।

মূলত এই অভিনেত্রীর নামে ১৫ লাখের উপরে লাইকের একটি পেজ থেকে নানা রকম পোস্ট দেয়া হচ্ছে। যে পেজ আসলে সাবিলার নয়।  

তিনি বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই খেয়াল করছি এই ফেইক পেজটির লাইক কেবল বাড়ছেই। আর এটি নিয়ে আমি বেশ চিন্তিত। পেজটিতে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এর অনুসারী বর্ধিত করা হচ্ছে।

সম্প্রতি ফ্রান্সের ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো পোস্ট দিয়ে বলা হচ্ছে- এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে ১০টা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না! সাধারণ নেটিজেনরা সেখানে মন্তব্য করছে। এসব নিয়ে বেশ বিব্রত অবস্থায় রয়েছেন তরুণ এই অভিনেত্রী।

এম

RTVPLUS