logo
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭

মা হলেন অমৃতা রাও

  বিনোদন ডেস্ক

|  ০২ নভেম্বর ২০২০, ১১:২৪ | আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৩৮
Amrita Rao,
অমৃতা রাও।
বলিউড অভিনেত্রী অমৃতা রাও মা হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাতে পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

মা সন্তান দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন অমৃতার ম্যানেজার।  অমৃতা রাওয়ের স্বামী আর জে আনমোলও সন্তানের জন্মের পর ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন।

বিবাহ খ্যাত অভিনেত্রী ২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ের প্রায় ৭ বছর পর মা হলেন অমৃতা। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে সেই খবর প্রকাশ্যে আনেননি তিনি।

কোঙ্কনি পরিবারের মেয়ে অমৃতা ইস্ক ভিস্ক, ম্যায় হু না, বিবাহ-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খান, শহীদ কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।

তবে বিয়ের পর থেকে চলচ্চিত্রে সেভাবে আর দেখা যায়নি তাকে। সবশেষ ২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ঠাকরে ছবিতে দেখা যায় তাকে।

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৫১৯৯০ ৩৬৬৮৭৭ ৬৪৪৮
বিশ্ব ৬০৩২৫২৬৯ ৪১৭২৯৫৩৩ ১৪১৮৯৯২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়