logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য

Aparajita Auddy,
অপরাজিতা আঢ্য।
ভারতের বাংলা সিরিয়াল ও চলচ্চিত্রের পরিচিত মুখ অপরাজিতা আঢ্য করোনায় আক্রান্ত হয়েছেন। শারদীয়ার শুরুতেই আক্রান্ত হন তিনি। তার পরিবারের শাশুড়িসহ একাধিক আত্মীয় আক্রান্ত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অপরাজিতা আঢ্য বলেন, এখন আমি ভালো আছি। কয়েকদিন আগে আমার হিমোগ্লোবিন আচমকা কমে যায়। জ্বর আসেনি কোনোদিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। অনেক দিন হয়ে গেলো। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন।

আসছে ৩ নভেম্বর পর্যন্ত শুটিং বন্ধ রেখেছেন অপরাজিতা আঢ্য।

অপরাজিতা স্টার জলসার দুটো রিয়্যালিটি শো উইন্ডোজ প্রোডাকশনের ‘রান্নাবান্না’ আর যিশু সেনগুপ্ত প্রোডাকশনের ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র সঙ্গে যুক্ত আছেন।

এম

RTVPLUS