Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

'মুখোশ'-এ মোশাররফ

Mosharraf Karim,
মোশাররফ করিম।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবার অনুদানপ্রাপ্ত 'মুখোশ' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গেলো সোমবার মোশাররফ করিম চুক্তবিদ্ধ হন। বিষয়টি জানান ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী।

ছবিতে তার চরিত্রের নাম ইব্রাহিম খালেদি। মুখোশ সিনেমার মুল রহস্য তাকে ঘিরে,যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা গেছে, আসছে জানুয়ারিতে শুরু হবে 'মুখোশ'র শুটিং। সিলেট-সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হবে। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

এই ছবিতে পরীমনি ও রোশান অভিনয় করবেন বলে জানা যায়। এছাড়া দেখা যাবে মিলবে ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকের।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের মুখোশ ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবে থাকছেন ইফতেখার শুভ। নিজের লেখা একটি অপ্রকাশিত উপন্যাস থেকে এটি নির্মাণ করছেন পরিচালক।

এম

RTV Drama
RTVPLUS