logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২৫ অক্টোবর ২০২০, ১৬:৪৮
আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৭:১৮

বিব্রত সারিকা

Sarika Sabrin,
সারিকা সাবরিন।
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন ভুয়া ফেসবুক আইডি নিয়ে বিব্রত। এই অভিনেত্রীর নামে প্রায় অর্ধশতাধিক ফেক আইডি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে।

এসব আইডি নিয়ে বিভিন্ন সময়ে চরম বিব্রত অবস্থায় পড়েছেন সারিকা। সারিকা নামের একটি ভুয়া আইডিতে ফলোয়ারের সংখ্যা ১ লাখ ১৮ হাজারের মতো। এছাড়া নিয়মিত সচলও আইডিটি। 

আর ওই আইডিতে বেশ কজন অভিনেতা-অভিনেত্রীও আছেন বন্ধু তালিকায়। ফলে সারিকার নামের ওই আইডি যে ভুয়া তা বোঝার কোনো উপায় নেই। আসল আইডি ভেবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সারিকার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

পাশাপাশি সাড়া না পেয়ে সারিকার সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে সহশিল্পী ও বন্ধুদের।

আরও পড়ুনঃ

কীর্তির প্রথম (ভিডিও)

পূজার প্যান্ডেলে যাওয়ায় মিথিলা-নুসরাতকে আইনি নোটিশ!

একসঙ্গে রিয়াজ-আরশি

 

সারিকা জানান, প্রায় আড়াই বছর আগে তার আইডি হ্যাক করা হয়েছে। এরপর থেকে তিনি আর ফেসবুক ব্যবহার করেন না।  অনেকেই ভাবেন– এটি তার আসল আইডি। সবাই ওই আইডিতে যোগাযোগ করেন। সাড়া না পেয়ে তাকে ভুল বোঝেন। বিষয়টি তার জন্য চরম বিব্রতকর।

এম

RTVPLUS