logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ অক্টোবর ২০২০, ২১:৪৯
আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:৫৯

শেখ সাদীর নতুন গান 'স্বপ্নের খোঁজ'

Sheikh Saadi
শেখ সাদী
আমি তোমাকেই নিয়ে মিটিঙে মিছিলে, হেঁটে যেতে চাই রোজ; আমি তোমারই চোখে আমার বিপ্লব দেখি -আর দেখি স্বপ্নের খোঁজ- এমনই কথার গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শেখ সাদী। 

গানের নাম 'স্বপ্নের খোঁজ'। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গানটি শেখ সাদির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৪০ হাজার ছাড়িয়েছে গানের ভিউ। স্বপ্নের খোঁজ শিরোনাম গানটি লিখেছেন ও সুর করেছেন ঝিলাম গুপ্তা, আলভি আল বেরুনীর সঙ্গীত পরিচালনায়, গল্প নির্ভর ভিডিওচিত্র পরিচালনা করেছেন রেজাউল রাজু। আর এতে শেখ সাদীর সহশিল্পী হিসেবে দেখা গেছে মডেল সামিরা খান মাহিকে।

নতুন গান ও  ভিডিও চিত্র প্রসঙ্গে শেখ সাদী বলেন, ইতোমধ্যে আমার বেশ কয়েকটি গানের ভিডিওচিত্র দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা পছন্দ করেছেন। সবার অনুপ্রেরণায় নতুন এই গান। আশা করি, নতুন গান এবং ভিডিও সবার ভালো পাবে। দর্শক নতুন কিছু উপভোগ করতে পারবেন।

জিএ  

RTVPLUS