logo
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭

পূজা উপলক্ষে হৈমন্তী রক্ষিতের দুই গান

  বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৩ অক্টোবর ২০২০, ০১:০০
Haimanti Rakshita
হৈমন্তী রক্ষিত দাশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন দুটি গান শ্রোতাদের সামনে আনছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। গানের শিরোনাম- ‘দুর্গতিনাশিনী’ ও ‘পূজা এলো’। গান দুটি এ সপ্তাহেই ইউটিউবে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে গানের শুটিং ও সম্পাদনা শেষ হয়েছে।

‘দুর্গতিনাশিনী’ শিরোনামের গানটি লিখেছেন ডি সেন্টু, সুর করেছেন উজ্জল সিনহা। একক কণ্ঠের গানটি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে।

এছাড়া ‘পূজা এলো’ শিরোনামের গানটি করেছেন কলকাতার আকাশ সেনের সঙ্গে। ডুয়েট গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। সুর এবং সঙ্গীতায়োজন করেছেন আপন খান এবং এমএমপি রনি। এটি আসবে ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে।

গান প্রসঙ্গে হৈমন্তী জানান, দুটি গানের মিউজিক ভিডিওয়ের শুটিং হয়েছে রমনা কালীমন্দিরে। ভিডিও দুটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন এবং কোরিওগ্রাফি করেছেন সারোয়ার শাকিল।

উল্লেখ্য, ২০১৮ সালে আকাশ সেনের সাথে দ্বৈত কণ্ঠে পূজায়  ‘দুর্গা মা ’ নামে একটি অ্যালবাম বের করেছিলেন হৈমন্তী রক্ষিত। ইউটিউবে তাদের গানটি কোটিরও বেশি দর্শক দেখেছেন।

জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৫১৯৯০ ৩৬৬৮৭৭ ৬৪৪৮
বিশ্ব ৬০৩২৫২৬৯ ৪১৭২৯৫৩৩ ১৪১৮৯৯২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়