smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

চলচ্চিত্রে নগ্ন হতে না চাওয়ায় হাতছাড়া হয় ৩০টি কাজ!

  বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৭ অক্টোবর ২০২০, ১৪:৪০ | আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৫:৩৫
Mallika Sherawat
মল্লিকা শেরাওয়াত
বলিউডের আকর্ষণীয় অভিনেত্রীদের তালিকায় অন্যতম ছিলেন মল্লিকা শেরাওয়াত। নগ্নতা থেকে পর্দায় চুটিয়ে চুমু খাওয়ায় মল্লিকার জুরি মেলা ভার। সেই মল্লিকা এক সময় কিনা ৩০টা ছবির কাজ থেকে বঞ্চিত হয়েছিলেন। 

যে কোনও দৃশ্যকে বোল্ড করে তুলতে পারতেন মল্লিকা। শুধু বোল্ড নয় তার অভিনয় যথেষ্ট প্রশংসার পেয়েছিল। চলচ্চিত্রে প্রবেশের আগে শেরাওয়াত টেলিভিশনের বিজ্ঞাপন উপস্থিত হয়েছিলেন।

২০০২ সালে তিনি জিনা সির্ফ মেরে লিয়ে হিন্দি চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মল্লিকার। ইমরান হাশমি, ওম পুরী, নানা পাটেকর, রাহুল বোসের মতো বহু শিল্পীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। 

কিন্তু শেষ পর্যন্ত বলিউডে আর অভিনয় করতে দেখা যায় না তাকে। তার পেছনে একটা কারণ রয়েছে। 

সাহসী দৃশ্যে অভিনয় করতে চাইতেন না মল্লিকা। চাইতেন একটু অন্য ধরণের কাজ করতে। কিন্তু পরিচালকরা তাকে বোল্ড দৃশ্যে চাইতেন। কিন্তু সব শেষে নিজের একটা সীমা বেঁধে নিয়েছিলেন মল্লিকা। বোল্ড দৃশ্যে অভিনয় করতে চাননি। কোনও নগ্ন দৃশ্যে কাজ করবেন না ভেবে নিয়েছিলেন।
আর এতেই হাতছাড়া হয় একের পর এক কাজ। কিন্তু তাতে অভিযোগ নেই মল্লিকার। তিনি খুশি আছেন নিজের জীবনে। তবে বহু সাহসী দৃশ্যেই অভিনয় করেছেন তিনি। 

সূত্র- নিউজ এইটিন

জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়