• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আমার ক্ষতি করার চেষ্টা ছাড়া আর কিছুই না: আলমগীর

বিনোদন ডেস্ক

  ১৫ অক্টোবর ২০২০, ১৪:৫৬
Alamgir,
আলমগীর।

ঢাকাই ছবির খ্যাতিমান অভিনেতা আলমগীর বেশ বিব্রত। কারণ ফেসবুকে তার নামে করা ভুয়া আইডি থেকে কে বা কারা ধর্ম বিষয়ক নানা স্টেটম্যান্ট দিয়ে যাচ্ছেন। অথচ এম.এ. আলমগীর ছাড়া তার আর কোনো অফিসিয়াল পেজ নেই।

‘আমি ধর্ম নিয়ে কোনো প্রকার মন্তব্য বা স্টেটম্যান্ট কোথাও দেইনি। ফেসবুকেও না। অথচ আমার নামে ভুয়া ফেসবুকে পেজ খোলে কারা যেন এ বিষয়টিকে নিয়ে নানা মন্তব্য প্রকাশ করে যাচ্ছে। কেন বা কী উদ্দেশ্যে কারা এমনটি করছেন তা আমার বোধগম্য নয়। এতে তাদের লাভই বা কি সেটাও জানিনা। শুধু শুধু আমার ক্ষতি করার চেষ্টা ছাড়া আর কিছুই না।’ বলছিলেন একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

আলমগীর আরও বলেন, ‘যারা এমনটি করছেন তাদের এমনটি আর না করার আহ্বান জানাই। আর দেশবাসীসহ আমার যারা ভক্ত গুনগ্রাহী ও শুভাকাঙ্খী আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার কোনো ফেসবুক পেজ নেই। ওই ভুয়া পেজের মন্তব্যের বিষয়ে সজাগ থাকবেন।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে নতুন প্রক্টর আলমগীর কবীর
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
মনপুরায় ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হলেন আলমগীর
কেন্দ্রে অনিয়ম হলে ভোটগ্রহণ বন্ধ : ইসি আলমগীর
X
Fresh