smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

ক্যামেরা দেখে মুখ লুকোলেন সারা 

  বিনোদন ডেস্ক

|  ১৩ অক্টোবর ২০২০, ১৫:০৪ | আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৭:১৪
Sara Ali Khan,
সারা আলী খান।
সারা আলী খান বলিউডের নাম লেখানোর আগেই বেশ সাড়া জাগিয়েছিলেন। ঘরোয়া অনুষ্ঠানে তার নাচের ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। তার অভিনীত ছবি মুক্তির পরও প্রশংসা কুড়িয়েছেন সাইফ আলী কন্যা। 

লক্ষ্মী মেয়ে হিসেবেই ইন্ডাস্ট্রিতে তার পরিচিতি। পাপারাজ্জিদের কাছেও তার সুনাম হয়েছে। কারণ সব তারকারা যখন কোনো অনুষ্ঠান বা এয়ারপোর্টে নিজেদের ক্যামেরা থেকে আড়াল করতে চান। কিন্তু সেই জায়গাতে ঠিক উল্টো সারা। 

তিনি পাপারাজ্জিদের সঙ্গে বেশির ভাগ সময়ই জমিয়ে কথা বলে থাকেন। 

এবার বিপরীত এক সারাই দেখা মিললো। আতরঙ্গি রে-এর শুটিং শেষ করে মুম্বাইতে ফিরলেন সারা। চেন্নাই থেকে ফেরার পর মুম্বাই বিমানবন্দরে দেখা যায় সারাকে। বিমানবন্দরে নামার পর চিরাচরিতভাবে দেখা যায়নি অভিনেত্রীকে। মুখ নীচু করে চুপচাপ হেঁটে যেতে দেখা যায় কেদারনাথ অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ  

ভাগ্যের কাছে হেরে স্টেশনে ফিরতে হলো রানু মণ্ডলকে

প্রথমবার শিমুল খান

মাদক মামলায় সারার নাম জড়ানোর পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হন নায়িকা। এনসিবির দপ্তরে চলে সারার জিজ্ঞাসাবাদ। এনসিবির জিজ্ঞাসাবাদের পর সারার মোবাইল ফোন খুঁটিয়ে পরীক্ষা করা হয়। বাজেয়াপ্ত করা হয় অভিনেত্রীর ক্রেডিট কার্ডও।

এম 
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়