smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

নেহার বিয়ে?

  বিনোদন ডেস্ক

|  ১২ অক্টোবর ২০২০, ১৮:৫৭
Neha Kakkar,
নেহা কাক্কর।
তবে কী বিয়ে করছেন বলিউডের রিমেক কুইন খ্যাত নেহা কাক্কর। প্রেমে ছ্যাকা খেয়ে কান্নার দিন শেষ হলো তার?

এমন একটি গুঞ্জনই চাউর হয়েছে এই গায়িকাকে নিয়ে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রোহনপ্রীত সিংয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি ।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করলেন নেহা। আর যেখানে সালওয়ার কামিজে সেজে ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে লিখেছেন, 'নেহু দা বিয়া'। নেহা কাক্করের ওই ছবি এবং তার ক্যাপশন দেখে জোর জল্পনা শুরু হয়ে গেছে।

এদিকে নেহা কাক্করের বিয়ে নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় নতুন জীবন তিনিও শুরু করতে চলেছেন বলে ইঙ্গিত দেন আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বন্ধু শ্বেতা আগারওয়ালের সঙ্গেই উদিত নারায়ণের ছেলে সংসার পাততে চলেছেন তিনি এমনটাই জানা যায়।

এম

 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়