smc
logo
  • ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২০, ৬ কার্তিক ১৪২৭

ইসলামে অনুরক্ত হয়ে বলিউড ছাড়লেন সানা খান

  বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

|  ০৯ অক্টোবর ২০২০, ১৪:৪৯ | আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০০:০২
Bollywood star Sana Khan
সানা খান
ধর্মের পথে চলার জন্য এবার বলিউড ছাড়লেন অভিনেত্রী সানা খান। ‘বিগ বস’র সাবেক প্রতিযোগী অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী হিসেবে পরিচিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গ্ল্যামার জগৎ ছাড়ার কথা ঘোষণা দেন সানা।

বৃহস্পতিবার রাতে দীর্ঘ বার্তা পোস্ট করেন সানা। তিনি জানান, বহু বছর ধরে বিনোদন জগতে রয়েছেন। যে খ্যাতি, অর্থ, সম্মান পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরে তার মনে হচ্ছে কিসের জন্য এই খ্যাতি আর অর্থ উপার্জন? যেকোনো সময় মৃত্যু আসতে পারে। মানুষের কী এ বিষয়ে ভাবা উচিত না? মানবিকতার খাতিরে, নিজের প্রিয়জনদের জন্য বাঁচা উচিত না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি বুঝেছেন জীবন-মৃত্যুর এই দোটানাই শুধু জীবনের উদ্দেশ্য নয়। জীবনে মানুষের জন্য অনেক কিছু করার আছে। তাই বলিউড ছেড়ে ধর্ম সাধনার পথ বেছে নিয়েছেন।
সানা অনুরোধ করেন, কেউ যেন তাকে আর পুরোনো পেশায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করেন। 

সবশেষ তিনি লিখেছেন, আমার সবচেয়ে খুশির মুহূর্ত। আল্লাহ আমাকে সাহায্য করুন এবং এই যাত্রায় আমাকে পথ দেখান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। 

এর আগে ‘দঙ্গল’ খ্যাত বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছেড়েছিলেন। তাও এক বছর হলো। 

জিএ/এম   

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়