smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

মোনালির বাবা গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর মারা গেছেন

  বিনোদন ডেস্ক

|  ০৫ অক্টোবর ২০২০, ১২:২৮
Shakti Thakur,
শক্তি ঠাকুর
ভারতীয় গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর আর নেই। তার বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাত্র দু’ঘণ্টার মধ্যে মৃত্যু হয় শক্তি ঠাকুরের।

দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।

শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি গানের জগতে উজ্জ্বল নাম। তিনি করোনা পরিস্থিতিতে আটকে পড়েছেন সুইজারল্যান্ডে।

একাধিক বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকও করেছিলেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত, বিকাশ রায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

গায়ক, অভিনেতা হিসাবে পরিচয় পেলেও প্রথম জীবনে শক্তি ঠাকুর ছিলেন স্কুল শিক্ষক। অঙ্ক ছিল তার প্রিয় বিষয়। ১৯৭৬ সালে তপন সিংয়ের 'হারমোনিয়াম' ছবিতে নেপথ্য শিল্পী হিসেবে গানের দুনিয়ায় প্রথম পা রাখেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায় শক্তি ঠাকুরকে দিয়ে তার সুর করা বেশ কিছু বাংলা ছবিতে গান গাইয়েছেন।  শক্তি ঠাকুর  অভিনয় করেছেন তরুণ মজুমদারের দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা ছবিতে। তিনি গান গেয়েছেন, অজয় দাস,  আর ডি বর্মনের সুরেও।

সূত্র- আনন্দবাজার পত্রিকা।

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়