• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতাল ছাড়লেন ফারুক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১৮:০৮
Akbar Hossain Pathan
আকবর হোসেন পাঠান ফারুখ

যক্ষ্মায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসা নিচ্ছিলেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুখ। ২১ দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থেকে অবশেষে পেলেন ছাড়পত্র। হাসপাতাল ছেড়ে হোটেলে উঠেছেন তিনি।

শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে শরীর ভীষণ দুর্বল। হাসপাতাল থেকে নিয়ে এলেও দুই দিন পরপর তার শারীরিক অবস্থার ফলোআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। অ্যান্টিবায়োটিক সেবনের কারণে তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে।

দেশে নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। রাজধানীর দুটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা করাতে যান তিনি। পরীক্ষায় অভিনেতার যক্ষ্মা ধরা পড়ে।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়ক ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh