• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নায়ক ফারুক যক্ষ্মায় আক্রান্ত

আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:১১
Akbar Hossain Pathan Farooq
আকবর হোসেন পাঠান ফারুক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের যক্ষ্মা ধরা পড়েছে। সেখানে চিকিৎসাধীন তিনি। ২১ দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থেকে সুস্থ হলে দেশে ফিরবেন।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান আরটিভি নিউজকে বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে মিয়া ভাইয়ের সঠিক রোগ খুঁজে বের করা হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। টিবি বা যক্ষ্মা রোগ হয়েছে তার। মিয়া ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

দেশে নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। রাজধানীর দুটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্যপরীক্ষা করাতে যান তিনি।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়ক ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ছবি নিয়ে রাজনীতি, কান্নায় ভেঙে পড়লেন নায়ক
X
Fresh