smc
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ১৫ কার্তিক ১৪২৭

দীপিকা-সারা-শ্রদ্ধাকে সমন পাঠালো এনসিবি

  বিনোদন ডেস্ক

|  ২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২১
দীপিকা-সারা-শ্রদ্ধা।
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে সমন পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।  তাদের পাশাপাশির রকুলপ্রীত সিং এবং সিমন খাম্বাটাকেও সমন পাঠানো হয়েছে এনসিবির পক্ষ থেকে। খবর ভারতীয় গণমাধ্যম জি-নিউজের। 

দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে গোয়ায় রয়েছেন। প্রযোজক করণ জোহরের ছবির জন্য  গোয়ায় রয়েছেন তিনি। 

খবরে বলা হয়, শুটিংয়ের জন্য গোয়ায় থাকলেও, গেল ৩ দিন ধরে নাকি অভিনেত্রী কোনো শুটিং করছেন না। ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকার  মাদক চ্যাট প্রকাশ্যে আসার পর থেকেই নিজের আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেন তিনি। 
বুধবার বিকেলের মধ্যে দীপিকাকে এনসিবির পক্ষ থেকে সমন পাঠানো হয়েছে।

শোনা যাচ্ছে, শুক্রবারের মধ্যে দীপিকাকে এনসিবির অফিসে হাজির হতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে। 

এম 
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়