• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টিকটক গার্ল থেকে হলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৭
Addison Ray Sterling
অ্যাডিসন রে স্টারলিং

টিকটক নিয়ে বিশ্বজুড়ে নানা কাণ্ড চলছে। এই অ্যাপের ব্যবহারকারীরা শুধু যে টিকটকেই সীমাবদ্ধ এমন নয়। এই মাধ্যম ব্যবহার করে অনেকেই আয় করেন। কেউবা এই স্থান ব্যবহার করে জায়গা করে নিয়েছেন বিনোদন জগতে।

এবার টিকটকে জনপ্রিয়তা পেয়ে হলিউড পর্যন্ত পৌঁছে গেছেন। ১৯ বছর বয়সী জনপ্রিয় মার্কিন টিকটক গার্ল অ্যাডিসন রে স্টারলিং সম্প্রতি হলিউডের ১৯৯৯ সালের আলোচিত ছবি সি’জ অল দ্যাট-এ অভিনয়ের সুযোগ পেয়েছেন।

গত সপ্তাহে অ্যাডিসন হলিউডে নাম লেখানোর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তিনি বলেন, অবশেষে আমার স্বপ্ন সত্যি হলো। আমার ভক্ত-অনুসারীদের ধন্যবাদ। তাদের জন্য এই স্বপ্নপূরণ হচ্ছে।

অ্যাডিসন রে স্টারলিং মূলত টিকটক অ্যাপে নিজেকে মেলে ধরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। বর্তমান তার টিকটকে অনুসারীর সংখ্যা প্রায় ছয় কোটি।

২০১৯ সালে অ্যাডিসন রে স্টারলিং টিকটক আয় করেছিল ৫০ লাখ মার্কিন ডলার। টিকটকের কারণে তার ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তের সংখ্যাও বাড়ে।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউড অভিনেত্রী সিন্ডি মরগান আর নেই
X
Fresh