• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেষ হলো 'অরুপার গল্প'

বিনোদন ডেস্ক

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৯
Arupar galpo,
অরুপার গল্প নাটকের একটি দৃশ্য।

সম্প্রতি চিত্রধারনের কাজ শেষ হলো একক নাটক 'অরুপার গল্পের'। অঞ্জন আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দিপু হাজরা।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তৃষা, সমাপ্তী মাসউক, সূচনা আজাদ, মীর শহীদ, পিপুলী ইসলাম, ফকির মাহমুদ জাকির, সরকার আরিফুল ইসলাম, কাশেম প্রধান, আবুল হোসেন প্রমুখ।

গল্পে দেখা যায়, অরুপার বিয়ের সব ঠিকঠাক, ছেলে কানাডা প্রবাসী। কিন্তু এ বিয়েতে অরুপা একদমই রাজি না। তারপরও বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। অরুপা তার হবু বরকে নিয়ে একদিন ঘুরতে বের হয়। ঢাকার একটু বাহিরে, খুব সুন্দর একটি জায়গায়, হঠাৎ তাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর তখন সেখানে এসে উপস্থিত হয় একদল মাস্তান।

তাদের দেখে অরুপাকে ফেলে পালিয়ে যায় তার হবু স্বামী। অরুপাকে যিম্মি করে মাস্তানরা। কিন্ত কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে মাস্তানদের হাত থেকে পালায় অরুপা। সামনে পড়ে যায় অর্ক। অরুপাকে নিয়ে যায় অর্কের বাড়িতে। কিন্ত নির্জন এই জায়গায় একমাত্র এই বাড়িটাই আছে। শুন শান নীরবতা। বাড়ীতে নেই কোন লোক। বেশ অবাক হয় অরুপা। এ ভাবেই চলতে থাকে 'অরুপার গল্প' নাটকের গল্প।

আসছে মাসের শুরুতে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন সিনেমায় বুবলী
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
নতুন তিনটি চলচ্চিত্রে মিম
X
Fresh