• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আমার নিজেকে ধর্ষিত মনে হয়েছিল, মন্তব্য কঙ্গনার

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:০২
I felt raped myself, commented Kangna
কঙ্গনা রানাওয়াত ।। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে গেছেন।

গেল বুধবার ভারতের টাইমস নাও-এ এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন অভিনেত্রী কঙ্গনা। কয়েকদিন আগেই মানালি থেকে মুম্বইতে গিয়েছিলেন কঙ্গনা। পথিমধ্যে জানতে পারেন পালি হিলসে তার মণিকর্ণিকা অফিস ভেঙে দিচ্ছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন। তার পরেই অবশ্য মুম্বই ছেড়ে মানালি ফিরে গিয়েছেন কঙ্গনা। মানালি রওনা হওয়ার আগে একটি ট্যুইট করে অভিনেত্রী জানান যে এবার মুম্বইয়ে তিনি অত্যন্ত খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। সেই কারণে ভগ্ন হৃদয় নিয়ে তিনি মুম্বই ছাড়লেন।

ট্যুইটে কঙ্গনা লেখেন, অত্যন্ত মন খারাপ নিয়ে আমি এবার মুম্বই ছাড়ছি। যেভাবে এই কয়েক দিন ধরে আমাকে সমানে ভয় দেখানো হয়েছে, কুরুচিকর আক্রমণের নিশানা করা হয়েছে, আমার অফিসের পর আমার বাড়িও ভাঙার চেষ্টা করা হয়েছে। সশস্ত্র নিরাপত্তারক্ষীরা আমার চারপাশে সব সময় সজাগ ও সতর্ক ছিলেন, অবশ্যই বলব মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করে একদম ঠিক করেছি।'

টাইমস নাও’র সাক্ষাৎকারে সম্প্রতি শিবসেনা সরকারের তার প্রতি মনোভাব এবং বলিউডে চলতে থাকা ডামাডোল নিয়ে নিজের মনের কথা শেয়ার করেছেন অভিনেত্রী। কাস্টিং কাউচ থেকে বলিউডে ড্রাগ-যোগ এবং বিএমসির অফিস ভাঙার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। কাস্টিং কাউচ নিয়ে কঙ্গনার মন্তব্য, 'আমি যখন এসেছিলাম, মেয়েরা তখন শুধু আইটেম নম্বর করত... কিন্তু কাউকে তো দরকার যে আপনাকে বেছে নেবে... নায়িকাদের কাছ থেকে এমন একটা চাহিদা থাকত সবার যেন নায়িকারা তাদের স্ত্রী।' তাঁর জীবন ঝুঁকিতে রয়েছে, এমন প্রশ্নে নায়িকা বলেছেন, 'সুশান্তের মৃত্যুর পরই এই সব শুরু হয়েছে। আমি কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। যখন আমি ড্রাগ র‍্যাকেটের কথা প্রকাশ্যে এনে দিই তখন থেকেই এ সব শুরু।... কিন্তু আমি শুধু তদন্তে সাহায্য করতে চেয়েছিলাম।'

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বলিউডে মাদকযোগের প্রমাণ নেই: মোদি সরকার
---------------------------------------------------------------------

বেআইনি নির্মাণের অভিযোগে গত বুধবারই কঙ্গনা রানাওয়াতের মুম্বইয়ের পালি হিলস এলাকার অফিসে বুলডোজার চালায় বিএমসি । অফিস ভাঙচুরের ঘটনার পর বৃহস্পতিবার বোন রঙ্গোলি চান্ডেলের সঙ্গে নিজের 'মণিকর্ণিকা' অফিসে যান কঙ্গনা। ঘুরে দেখেন ভাঙাচোরা অফিস ও বাংলো। এই বাংলো ভাঙা নিয়েও মন্তব্য করেন কঙ্গনা। তিনি বলেছেন, 'আমি যখন পৌঁছলাম, দেখলাম আমার গোটা বাড়িটা ভেঙে গিয়েছে। আমি বিমানে থাকার সময়ই বুলডোজার পৌঁছে গিয়েছিল। কোনও গ্যাংস্টারের সঙ্গেও এমন ব্যবহার করা হয় না। প্রায় ৪০ জন লোক এসে আমার বাড়ির লক ভেঙেছে। আমার মনে হয়েছিল আমাকে ধর্ষণ করা হচ্ছে, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমি।'

কঙ্গনার অফিস ভাঙার উপর আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে দেশটির হাইকোর্ট। অর্থাৎ, গত বুধবার দুপুর থেকে পালি হিলসে কঙ্গনার অফিসের 'অবৈধ নির্মাণ' ভাঙার যে কাজ শুরু করেছিল বৃহন্মুম্বই পুরসভা তা আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার রায় জানিয়ে দিয়েছে বম্বে আদালত। সূত্র: এইসময়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার বিয়ের পিঁড়িতে বসছেন কঙ্গনা
X
Fresh