logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭

গায়ক-অভিনেতা অ্যালিয়েন হুয়াং আর নেই

  বিনোদন ডেস্ক

|  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩১ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭
Alien Huang,
অ্যালিয়েন হুয়াং।
তাইওয়ানের সঙ্গীতশিল্পী ও অভিনেতা অ্যালিয়েন হুয়াং আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ৩৬ বছর নিজের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সংবাদের বরাত দিয়ে বিলবোর্ড জানায়, বুধবার সকালে স্থানীয় সময় তাইওয়াইয়ের তার অ্যাপার্টমেন্টে হুয়াংকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

পুলিশ বলছে, যে হুয়াং তার বাথরুমে দুর্ঘটনাক্রমে মারা যেতে পারেন। ঘটনাস্থলে কোনও মাদক, অ্যালকোহল বা হত্যার আলামত পাওয়া যায়নি। এই মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

অ্যালিয়েন হুয়াং মাত্র ১৮ বছর বয়সে বিনোদন জগতে পদার্পণ করেন। এইচসিথ্রি নামে ছেলেদের একটি ব্যান্ডদলে তিনি প্রথম যোগ দিয়েছিলেন। 

এরপর যোগ দেন কসমো ব্যান্ডদলে। তাইওয়ানিজ শো ‘১০০% এন্টারটেইনমেন্ট’র জন্য তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। ১০ বছর ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তিনি।  

এম
 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়