• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরও কিছুটা দেরিতে ‘ব্ল্যাক উইডো’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৬
Scarlett Johansson as Black Widow
‘ব্ল্যাক উইডো’ চরিত্রে স্কারলেট জোহানসন

আসন্ন আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র 'ব্ল্যাক উইডো' নিয়ে বার বার হতাশ হচ্ছেন ভক্তরা। এটি কবে মুক্তি পাবে তা যেন এখন কল্পনার বাইরে। ব্ল্যাক উইডো নির্মাণে ১০ বছর সময় নিয়েছেন মার্ভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফাজ।

এই চলচ্চিত্রে আছেন ফ্লোরেন্স পিউ, ডেভিড হারবার ও রেচেল ওয়াইজের মতো অভিনেতা-অভিনেত্রী। গত ৩০ এপ্রিল এটি মুক্তি পাওয়ার কথা ছিল। পরে শোনা যায় ৬ নভেম্বর পর্দায় ফিরছেন স্কারলেট। তবে করোনাভাইরাসের কারণে সব সমীকরণ পরিবর্তন হয়ে গেল।
তবে যাই হোক ভক্তরা দীর্ঘদিন অপেক্ষা করছেন নাতাশা রোমানফের জন্য।

স্কারলেট জোহানসনের প্রথম একক ও স্বতন্ত্র চলচ্চিত্র ব্ল্যাক উইডো-র ভক্তের অভাব কখনও ছিল না। এক সময় ভক্তরা বলতেন, কেন নাতাশা রোমানোফকে নিয়ে একটি আলাদা সিনেমা বানানো হচ্ছে না। সম্ভবত ২০২১ সালে ভক্তরা পর্দায় দেখবেন।

মুক্তির বিষয়ে শোনা যাচ্ছে, ‘ব্ল্যাক উইডো’যেহেতু বড় একটি পরিকল্পনার অংশ, তাই ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেবেন মার্ভেল।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন সিদ্ধান্ত
জয়ার প্রথম
নিপুণের চামচা হয়ে গেছে রিয়াজ : নানা শাহ
X
Fresh