• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে গান শুনে কাঁদছেন প্রবাসীরা

বিনোদন ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৮
The expatriates are crying when they hear that song
যে গান শুনে কাঁদছেন প্রবাসীরা

পরিবারের মায়া ছেড়ে নিজ দেশের গণ্ডি পেরিয়ে জীবিকার তাগিতে বিদেশে থাকেন লাখ লাখ প্রবাসী। ভিনদেশে অক্লান্ত পরিশ্রম করেন তারা। তাদের কষ্টের কথা পরিবারের সদস্যদের কখনোই বুঝতে দেন না।

সবকিছু সহ্য করেও নিয়মিত দেশে টাকা পাঠিয়ে যান তারা। প্রবাসীদের এমন কষ্টের কথা গানে গানে তুলে ধরা হয়েছে।

টাকার মেশিন শিরোনামের গানটি লিখেছেন রিপন মাহমুদ। কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এর সুর-সংগীত শিল্পী নিজেই করেছেন।

এই গান প্রকাশ হয়েছে ভয়েস টুডে’র ইউটিউব চ্যানেলে। এতে মডেল হয়েছেন সংগ্রাম, জিতু ও রনি। ভিডিও নির্দেশনা দিয়েছেন এন এ খোকন।

গানটির শিল্পী আকাশ মাহমুদ বলেন, প্রবাসীদের জীবনের গল্প নিয়ে এই গানটি তৈরি করেছি আমরা। যাদের হাতে ঘামে ভেজা টাকায় এই দেশ গতিশীল তাদের জন্য একটু ভালোবাসা যেন সবার মনে জন্মায় সেই ভাবনা থেকেই এই গানটি।

গীতিকার রিপন মাহমুদ টাকার মেশিন নিয়ে বলেন, নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে গানটি লিখেছি। যারা ভাগ্য বদলাতে বিদেশে পাড়ি দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা যেন তাদের শুধু টাকার মেশিন মনে না করে সেটাই বোঝানোর চেষ্টা করেছি এই গানে। পরিবারের মানুষদের একটু আদর, একটু স্নেহ, একটু প্রেম প্রবাসে থাকা ভাইবোনদের বেঁচে থাকাকে অনেক বেশি রঙিন করে তুলতে পারে। তাদের সাহস ও প্রেরণা যুগাবে। এ উপলব্দিটা যেন টাকার মেশিন গান শুনে জন্মায়। তবেই আমাদের সবার শ্রম স্বার্থক হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
মিউজিক ভিডিওর মডেল হলেন ধীমন বড়ুয়া
সালমানের জন্য অঝোরে কাঁদলেন রাখি সাওয়ান্ত (ভিডিও)
X
Fresh