• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইংরেজি ভাষার সিনেমা চান নায়ক বাপ্পি 

বিনোদন ডেস্ক

  ২৩ আগস্ট ২০২০, ১১:৩০
Bappy Chowdhury,
ছবি সংগৃহীত

করোনার ভয় কাটিয়ে সব কিছুই আগের মতো চলছে। শুধু বন্ধ রয়েছে সিনেমা হল। সিনেমা সংশ্লিষ্ট মানুষদের এখন একটাই দাবি সিনেমা হল খুলে দেয়া হোক।

এদিকে অনেকেই বলেছেন করোনার এই প্রভাব থেকে বাঁচতে সিনেমা হলগুলোতে হিন্দি চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিতে হবে। বিষয়টির সঙ্গে অনেকের মতো একমত নন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

এই নায়ক মনে করেন বিদেশি ছবিই যদি প্রদর্শন করতে হয় তবে হিন্দি নয়, ইংরেজি ভাষার ছবিকেই আমাদের প্রাধান্য দেয়া উচিত।

বাপ্পি বলেন, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের যেখানেই আপনি যান না কেন, ইংরেজি দরকার হবেই। সিনেমা হলগুলোতে যদি বাংলা ছবির পাশাপাশি ইংরেজি ছবিও প্রদর্শন করা হয় তাহলে এই ভাষাটা শেখার প্রতি আমাদের আগ্রহ তৈরি হবে। ছবি দেখে কিছুটা হলেও ইংরেজি ভাষা বুঝতে পারবেন দর্শক। কিছু শব্দ হলেও শিখতে পারবেন। তবে সেজন্য অবশ্যই বাংলা সাবটাইটেল দিতে হবে।

এদিকে বাপ্পি চৌধুরী অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রেক্ষাগৃহ খুললেই মুক্তি পাবে চলচ্চিত্রটি। এতে বাপ্পির বিপরীতে আছেন ঢাকাই ছবির কুইন খ্যাত অপু বিশ্বাস।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন নিয়ে বাপ্পির এক মুখে দুই কথা
ইসলামকে শান্তির ধর্ম মনে করেন বাপ্পি চৌধুরী
X
Fresh