• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পরিচালক রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত 

বিনোদন ডেস্ক

  ১৭ আগস্ট ২০২০, ১৬:৩৪
Raj Chakraborty,
ছবি সংগৃহীত

কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিজের টুইটারে জানিয়েছেন নির্মাতা।

এ ব্যাপারে রাজ চক্রবর্তী জানালেন, সম্প্রতি তার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দু'বার তার বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার কোভিড পজিটিভ।

পরিচালক জানান, বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তার পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা হয়নি। শিগগিরই তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে। টালিউডের এই তারকা পরিচালকের পরিবার বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

এদিকে রাজের স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা।

রাজ চক্রবর্তী পরিচালিত ছবির মধ্যে রয়েছে পরিণীতা, শেষ থেকে শুরু, বলো দুর্গা মাই কি, চ্যাম্প, অভিমান, কাটমুণ্ডু, পারবো না আমি ছাড়তে তোকে, যোদ্ধা-দ্য ওয়ারিয়র, বরবাদ, প্রলয়, কানামাছি, বোঝেনা সে বোঝেনা, শত্রু, দুই পৃথিবী, লে ছক্কা, প্রেম আমার, চ্যালেঞ্জ, চিরদিনই তুমি যে আমার।

আরও পড়ুন: মাহির দুই কূল রক্ষা!

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে ১৩ বছরের অভিমান ভাঙল শুভশ্রীর
শুভশ্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল, সমালোচনার ঝড়
X
Fresh