• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু বিএফডিসি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন: হাছান মাহমুদ (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৫ আগস্ট ২০২০, ১৬:৫১
Muhammad Hasan Mahmud,
ছবি আরটিভি অনলাইন

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা করার কারণেই সেসময় বহু কালজয়ী সিনেমা তৈরি হয়েছিল। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠার আগে দেশে চলচ্চিত্র নির্মিত হত না। তখন এ দেশের সিনেমা হলগুলো মূলত ভারতীয় বাংলা ছবি ও পাকিস্তানের উর্দু ছবির দখলে ছিল। তবে সিনেমা হল এদেশে ছিল ব্রিটিশ আমল থেকেই ছিল।

আজ শনিবার (১৫ আগস্ট) বিএফডিসিতে এক অনুষ্ঠানে তথ্য মন্ত্রী হাছান মাহমুদ এমনটাই বলছেন।

তিনি বলেন, ১৯৫৭ সালের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠার আগে আমাদের ভারতীয় বাংলা ছবি ও পাকিস্তানের উর্দু ছবি দেখতে হত। তখন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ গ্রহণ করে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা করার। যাতে আমাদের দেশেও চলচ্চিত্র নির্মিত হয় এবং বঙ্গবন্ধুর এই দিদ্ধান্ত যে করটা ঠিক ছিল, তা সময় মতো প্রমাণিত হয়েছে। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এর মাধ্যমে বহু কালজয়ী সিনেমা তৈরি হয়েছে। যেগুলো আমাদের স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করেছে।

এসএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা
দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সোমালিয়ার জলদস্যুদের চেয়েও ভয়ংকর বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
রোববার ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh