logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭

শুভ রহমানের নতুন গান 'তোকেই ভালোবেসেছি' 

  বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৫ আগস্ট ২০২০, ১৫:০৯ | আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৫:১৯
Shubh Rahman
শুভ রহমান
মন তোরই কাছে আসে, তোকে ভালোবেসে/ ঐ চোখে চোখ রেখে, একটু মুচকি হেসে- এমনই কথার গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল গায়ক এবং সঙ্গীত পরিচালক শুভ রহমান। ঈদ উপলক্ষে তার মৌলিক গানের তালিকায় যুক্ত হয়েছে 'তোকেই ভালোবেসেছি' শিরোনামের এই গানটি। 

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর, সঙ্গীত এবং গানের কথা লিখেছেন তিনি নিজেই। গানটি তার নিজস্ব ভেরিফায়েড ইউটিউব চ্যানেল 'শুভ রহমান' থেকে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। 

গানটির বিষয়ে শুভ রহমান বলেন, গানটি খুবই মেলোডিয়াস এবং এই জন্যই গানটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী, স্রোতাদের কাছে সেরকম আশানুরূপ সাড়া পেলে করোনা পরিস্থিতি ভালো হওয়ার পরে গানটির মিউজিক ভিডিও করারও ইচ্ছে আছে।

উল্লেখ্য, ইতোমধ্যে নিজের গাওয়া প্রায় দুই ডজন গানে কণ্ঠ দিয়েছেন তরুণ এই শিল্পী।  

জিএ 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়